অস্ট্রেলিয়া এখন সারা বিশ্বের মানুষের কাছে মাইগ্রেশন এর জন্য় একটি অন্যতম পছন্দনীয় দেশ। উন্নত Living standards এবং social security এর প্রধানতম কারণ। 2025 সালের বসবাসের জন্য পছন্দনীয় শহরের তালিকায় Australia শহরগুলোর অবস্থান সে রকমই প্রমাণ করে। রেফারেঞ্চ লিঙ্ক- The world's most liveable cities for 2025 - BBC.
যাইহোক, আমাদের বাংলাদেশী বিভিন্ন পেশাজীবীদের মাঝেও অস্ট্রেলিয়া অভিবাসন সমানভাবে জনপ্রিয় এবং বিশেষভাবে বাংলাদেশী ডাক্তারদের জন্য বিদেশে অভিবাসন এর ক্ষেত্রে অস্ট্রেলিয়া একটি আদর্শ দেশ হতে পারে। কিন্তু সমস্যা হলো শত ব্যস্ততার মাঝে সঠিক তথ্য খুঁজে বের করা ডাক্তারদের জন্য বেশ ঝামেলাপূর্ণ। বেশিরভাগ সময়ই বাংলাদেশে অবস্থানরত অনেক পরিচিত ডাক্তারগণ জানতে চান কিভাবে অস্ট্রেলিয়া অভিবাসন শুরু করবেন, আর কিভাবেই বা একজন নিবন্ধিত ডাক্তার হিসেবে অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার শুরু করবেন। আজকের এই প্রবন্ধটি বাংলাদেশে বসবাসরত যে সকল ডাক্তারগণ অস্ট্রেলিয়া অভিবাসন এ আগ্রহী মূলত তাদের জন্যই লেখা।
সকল বিদেশী ডাক্তারগণকে অস্ট্রেলিয়াতে ডাক্তার হিসেবে কাজ শুরু করার পূর্বে অস্ট্রেলিয়ার মেডিকেল বোর্ডের তথা Medical Board of Australia থেকে রেজিস্ট্রেশন নেয়া আবশ্যক। এই রেজিস্ট্রেশন পেতে হলে যা যা করতে হবে তার একটি সংক্ষিপ্ত বিবরণী এখানে তুলে ধরা হলো। প্রথমেই আপনাকে দেখে নিতে হবে যে, আপনার মেডিকেল কলেজটি IMED FAIMER (FAIMER International Medical Education Directory) লিস্টে আছে কিনা। এই লিংক এ ক্লিক করে এখনি দেখে নিতে পারেন - https://imed.faimer.org.
এরপর, আপনাকে আপনার Degree Verification এর জন্য আবেদন হবে এবং Australian Medical Council তথা AMC-তে একটি অনলাইন Application করতে হবে আপনার AMC portfolio করার জন্য। AMC-র official ওয়েবসাইট হচ্ছে- www.amc.org.au. AMC এবার আপনার application টি পর্যবেক্ষণ করবে এবং আপনাকে আপনার AMC candidate নম্বর জানিয়ে একটি ইমেইল পাঠাবে। Degree verification একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এরমধ্যে AMC candidate নম্বরটি পেয়ে গেলে আপনি AMC 'র প্রথম পত্র পরীক্ষা (Part-1 MCQ) -তে বসতে পারেন এবং আপনি আপনার সুবিধামত সময়ে পরীক্ষা'র দিন নির্ধারণ করতে পারেন। এই পরীক্ষাটি একটি কম্পিউটার নির্ভর নৈবর্তিক (MCQ) পরীক্ষা এবং অস্ট্রলিয়ার বাইরেও বিভিন্ন দেশে এই পরীক্ষাটি দেয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের নিকটবর্তী ভারতের মুম্বাই, চেন্নাই, দিল্লী এবং হায়দারাবাদে এই পরীক্ষা দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও অনেক বাংলাদেশী সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড এর ব্যাংককেও এই পরীক্ষা দিয়ে থাকেন। এরমধ্যে আপনার verification process সম্পন্ন হয়ে গেলে আপনি দ্বিতীয় ধাপটির জন্য প্রস্তুতি নেয়া শুরু করতে পারেন। AMC'র এই দ্বিতীয় পরীক্ষাটি Part-2 Clinical পরীক্ষা নামে পরিচিত যা শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই হয়ে থাকে। এই দুটি পরীক্ষা কোনো বিদেশী ডাক্তার পাশ করলে, AMC তাকে একটি সনদপত্র (AMC Certificate) প্রদান করবে।
এর পরবর্তী ধাপ হচ্ছে, ইংরেজী জ্ঞানের (English Language Test) পরীক্ষা। কারণ, Medical Board of Australia এর রেজিস্ট্রেশন জন্য মনোনীত হতে AMC Certificate এবং English Language Test Result আবশ্যক। এক্ষেত্রে মেডিকেল বোর্ড বিভিন্ন ধরনের English টেস্ট গ্রহণ করে থাকে, যার মধ্যে OET (Occupational English Test), IELTS (Academic), PTE (Pearson Test of English Academic), TOEFL iBT অন্যতম। ইংরেজী জ্ঞানের পরীক্ষায় আপনাকে অবশ্যই প্রতিটি সেকশানে IELTS (Academic) স্কোর ৭.০ এর উপর অথবা সমমানের স্কোর থাকতে হবে। এই তিনটি ধাপ সাফল্যের সাথে শেষ করলে একজন বিদেশী ডাক্তার Medical Board of Australia থেকে রেজিস্ট্রেশন নিতে পারেন আর সঙ্গে প্রস্তুতি নিতে পারেন পছন্দ মত চাকরিটি খুঁজে পেতে! এবিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে ইমেল করে জানাতে পারেন। এছাড়া আপনারা এই Youtube ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ!
লেখক:
ড. ফেরদৌস (প্রাক্তন ঢাকা মেডিক্যাল কলেজ)
অস্ট্রেলিয়াতে কর্মরত প্রবাসী চিকিৎসক।
Email: office@wsms.com.au
*IMG International Medical Graduate
Dr Ferdous is a highly honorable adviser at our immigration consulting firm, bringing a wealth of experience, integrity, and strategic insight to our practice. His professional guidance and unwavering commitment to excellence have significantly contributed to the success and reputation of our firm.
Western Sydney Migration Solutions [WSMS] is a trusted immigration consulting firm based in Sydney, dedicated to helping individuals, families, and businesses successfully navigate Australia’s migration system. Our team provides expert guidance across a wide range of visa categories, including skilled migration, partner and family visas, student visas, and employer-sponsored pathways.
Our success is reflected in the journeys of our clients—from skilled professionals securing permanent residency, to international students transitioning to work visas, and families reuniting after years apart. We take pride in our high approval rates, transparent processes, and personalised support that turns complex immigration challenges into smooth, successful outcomes. Whether you're planning to migrate, study, work, or reunite with loved ones in Australia, we’re here to help you every step of the way.