অনেকে জানতে চেয়েছেন, লেটার অব এডভাইস (Letter of Advice) মূলত কি? Letter of Advice হচ্ছে একটি স্বতন্ত্র ডকুমেন্ট যেখানে একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ আপনার ব্যক্তিগত বিবরণ ও তথ্যাদি সূক্ষ্ম বিশ্লেষণ করে formally advice প্রদান করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে Letter of Advice সাধারণত চুক্তি স্বাক্ষর করবার পূর্বে প্রদান করা হয়ে থাকে।
একটি প্রফেশনাল লেটার অব এডভাইস এ নিম্নের বিষয়গুলো উল্লেখ্য থাকে: ১. ভিসা সাব-ক্লাস এবং আবেদনকারীর সম্ভাব্যতা ২. ভিসা ফী ৩. কনসালটেশন ফী এবং তার একটা ব্রেক ডাউন ৪. কোন ফর্ম ব্যবহার করতে হবে, ৫. প্রয়োজনীয় পদক্ষেপ এবং সেগুলোর আনুমানিক আবেদন ফী ৬. আবেদনকারীর সাফল্যের সম্ভাবনা ৭. প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ৮. অনান্য প্রাসঙ্গিক তথ্য
প্রশ্ন: Letter of Advice নিয়ে কি আমি নিজে নিজে আবেদন করতে পারবো? এই বিষয়টি মূলত পুরোটাই নির্ভর করছে একজন আবেদনকারীর individual capabilityএর উপর। তিনি যদি সকল নিয়ম কানুন (rules and regulations) পড়ে সঠিকভাবে বুঝতে (interpret and understand) পারেন। সেক্ষেত্রে তিনি নিজে নিজে করতেই পারেন। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে যে, Australia immigration law প্রায়ই পরিবর্তন হয়ে থাকে কেননা অনেকগুলো ফ্যাক্টর এর উপর নির্ভরশীল। সুতরাং, আপনাকে সব সময় সেদিকে নজর রাখতে হবে। এর সাথে বেশ সময়ও দিতে হবে।
প্রশ্ন: Letter of Advice নিতে কত ফী প্রয়োজন? এটি নির্ভর করছে আপনার case কতটা complicated এবং কনসালটেন্ট কতটা সময় ব্যয় করবেন সেটির উপর। কেননা একজন কনসালটেন্ট-কে পুরো কেসটি ভালোভাবে স্টাডি করে তারপর অফিসিয়াল লেটার লিখতে হয়। সুতরাং সেখানে কন্সালটেশন এবং অ্যাডমিন জব এর সমন্বয় রয়েছে। অনেক ফার্ম-ই এই খরচটি এডজাস্ট করে থাকে যদি পরবর্তীতে আপনি পুরো কাজ টি তাদের মাধ্যমে করে থাকেন।
প্রশ্ন: Letter of Advice এর একটি উদাহরণ যেমন, হীনা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গত বছর (Dec 2023) তড়িৎ কৌশলে স্নাতক (BSc in Electrical Engineering) পাশ করে একটি স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার ইংরেজী জ্ঞান মাঝামাঝি ধরনের (IELTS average score 6.0 GT). তিনি আমাদের অনুরোধ করলেন Skilled Migration visa programme এ আবেদন করবার জন্য একটি লেটার অব এডভাইস দেবার জন্য, যেন তিনি এখনই নিজে নিজে কাজ শুরু করতে পারেন। Business point of view থেকে হয়তো আমরা তাকে একটি Letter of Advice দিতে পারি, কিন্তু ethical point of view থেকে না দেয়ায় শ্রেয়। কেননা এই মুহূর্তে তিনি এই ভিসা প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পারবেন না। At the end of the day, that's a waste of time for our consultant and waste of money for the prospective applicant. সুতরাং, আমাদের পরামর্শ ছিল, তিনি যেন বছর খানেক পর দেখা করেন যদি তিনি স্কীলড মাইগ্রেশন ভিসা প্রোগ্রামে অংশ গ্রহণ করতে চান। অথবা অন্য কোনো options (যেমন Employer Sponsored Work Visa) এ তিনি যদি আগ্রহী হয়ে তাহলে তিনি সেই বিষয়ে একটি Letter of Advice নিতে পারেন।
আপনি যদি Letter of Advice নিতে আগ্রহী হয়ে থাকেন এই লিঙ্কে প্রবেশ করুন - Letter of Adviceবিশেষ দ্রষ্টব্যঃ আমরা অস্ট্রেলিয়াতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়া সরকারের Privacy Act 1988 (Privacy Act) অনুযায়ী আপনার ব্যাক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। আমরা আপনার ব্যাক্তিগত তথ্য'র প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আপনার অনুমতি ব্যতীত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আপনার কোন ব্যাক্তিগত তথ্য প্রদান করি না। আমাদের প্রতিটি কনসালটেন্ট-এর সকল প্রয়োজনীয় রেজিস্ট্রেশন হালনাগাদ থাকা ব্যাধতামূলক।
Read more: General Skilled Migration